Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সংক্ষিপ্ত ইতিহাস ও পটভূমি

মোংলা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ টি বাংলাদেশের বাগেরহাট জেলার মোংলা উপজেলার সিগনাল টাওয়ার নামক এলাকায় অবস্থিত । বর্তমান সরকারের ১০০ টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ  স্থাপন প্রকল্পের আওতায় ১.৫ একর ভূমির উপর ৫ তলা সুদৃশ্য একাডেমীক ভবন, ৪ তলা প্রশাসনিক ভবন ও একটি সার্ভিস সেন্টার নিয়ে সুন্দর ও মনোরম পরিবেশে দৃষ্টি নন্দন এ প্রতিষ্ঠানটি স্থাপিত হচ্ছে।

৬ষ্ঠ থেকে নবম শ্রেণিতে জে এস সি (ভাকেশনাল) ও এস এস সি (ভোকেশনাল) শিক্ষাক্রেমে ছাত্র ছাত্রী ভর্তি করার কাজ খুব শীঘ্রই চালু হবে। ট্রেড সমূহ হল-

 জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস।

 সিভিল কনস্ট্রাকশন এন্ড সেফটি।

 মে‌শিন অপা‌রেশন এন্ড বেসিকস।

 ও‌য়েল‌ডিং এন্ড ফে‌ব্রি‌কেশন।

পর্যায়ক্রমে এখানে এইচ এস সি (ভোকেশনাল ) শাখায় শিক্ষার্থী ভর্তি করা হবে। এ এলাকার ভবিষ্যত প্রজন্মকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে তুলতে প্রতিষ্ঠান টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।